সালথায় গণঅধিকার পরিষদের সভায় দুই গ্রুপের সংঘর্ষ

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কের পাশে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জানা গেছে, গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া এবং সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির—দুজনেই ফরিদপুর-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী। তবে আলোচনার ব্যানারে লেখা ছিল “নির্বাচনী প্রচার-প্রচারনা শীর্ষক আলোচনা সভা”। বিষয়টি ফারুক ফকিরের সমর্থকদের নজরে আসলে তারা প্রতিবাদ জানান। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

ঘটনার সময় সভায় উপস্থিত নেতারা দ্রুত পরিস্থিতি শান্ত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। এ ছাড়া ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন এবং জেলা অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান জানান,
“ব্যানারে নাম লেখা নিয়ে ফরিদপুর-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ মিয়া ও ফারুক ফকিরের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে। পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয় এবং আলোচনা সভা সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *