শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বটগাছ প্রতীকে ভোট চাইতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া।
শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মুফতি ইব্রাহিম, হাফেজ মাওলানা জুবায়ের হাসান, মাওলানা এনায়েত হোসেন, নুরুল আবেদীন মুফতি আবুল হাসান, ফজলুল হক, মৌলবি আকুব্বর মিদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে এ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বলেন,
“আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রী অর্জনের পর দীর্ঘদিন রাজনীতি ও আইন পেশায় থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। মাটি ও মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এবারের নির্বাচনে অংশ নিচ্ছি।”
তিনি আরও বলেন,
“হযরত হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ও তার বটগাছ প্রতীক এদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও ভালোবাসার প্রতীক। যেমন বটগাছ তার বিশাল ছায়া ও মমতায় সবাইকে আপন করে, তেমনি আমি দল-মত, জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইহ-পারলৌকিক কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, নির্বাচিত হলে সালথা ও নগরকান্দায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। পাশাপাশি যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চালু করা এবং সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেবেন।