ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, আগুলদিয়া গ্রামের আব্বাস মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে ৬টি ঢাল ও ৭টি বল্লম উদ্ধার করে পুলিশ। এসব দেশীয় অস্ত্র ঘরের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের মতে, এসব অস্ত্র কোনো সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।