ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নছিমন চালক নিহত

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন-নছিমন ধাক্কায় সুজন(২৫) নামে একজন নছিমন চালক নিহত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে নসিমনের সংঘর্ষে বোয়ালমারী উপজেলার চতুল মুন্সিবাড়ি শহিদ শেখের দোকানের সামনে রেলগেট (অরক্ষিত রেলক্রসিং) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রিফাত (২০) নামে আরেক এক রাজমিস্ত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত সুজন বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের মনজু শেখের ছেলে। তার সায়মা (৩) নামে একটি প্রতিবন্ধী মেয়ে সন্তান ও স্ত্রী রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নসিমন চালক সুজন শেখসহ একজন রাজমিস্ত্রী বোয়ালমারী থেকে রড সিমেন্ট বোঝাইকৃত নসিমনে পার্শ্ববর্তী তেলজুড়ি গ্রামে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে চতুল মুন্সীবাড়ি শহিদ শেখের দোকানের সামনে রেলক্রসিং পার হওয়ার সময় নসিমনের সংঘর্ষ ঘটে। এতে ডান পায়ের পাতা ছিন্ন হয়ে মারাত্মক আহত সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে সহস্রাইল বাজার এলাকায় পৌঁছালে সুজন মারা যায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.খলিফা তারিকুল ইসলাম নাদিম জানান, ট্রেন দূর্ঘটনার সুজন নামে একজন আহত রোগি আসার সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। যাত্রা পথেই মারা গেছেন।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ কুমার ঘোষ জানান, নিহত সুজন শেখের বাড়িতে এসে সুরতহাল করা হয়েছে। এ সময় ডান পায়ের পাতা বিচ্ছিন্ন ও বাম পা ও ডান হাত ভেঙে গিয়েছে দেখা গেছে। পরিবারের কোন রকম অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *